• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত 


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ০৮:৪০ এএম
ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত 
ছবি: সংবাদ প্রকাশ

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি আবু ছৈয়দ আশু। তার তার বাড়ি শহরের লারপাড়ায়।  

শুক্রবার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে কলাতলী ডলফিন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি মোটরসাইকেলযোগে লারপাড়ার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন তিনি।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পাশাপাশি গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।”

Link copied!